ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

নাচ নিয়েই ফিরছেন মাধুরী

maduriঅনলাইন ডেস্ক :::

মাধুরী দীক্ষিতের নাচে মুগ্ধ হননি এমন দর্শক কমই খুঁজে পাওয়া যাবে। বলিউডের এই তারকা এবার ফিরছেন সেই নাচ নিয়েই। তবে ঠিক নাচতে নয়, নাচের রিয়েলিটি শো এর বিচারক হিসেবে।

 
লাই! ক্যামেরা! ডান্স! ছোট পর্দায় ঝংকার তুলতে শিগগিরই ফিরছেন মাধুরী দীক্ষিত। আসন্ন এপ্রিলে রিয়্যালিটি শো’য়ের বিচারকের আসনে তাকে আরও একবার দেখতে পাবেন গুণমুগ্ধেরা।

আমেরিকার জনপ্রিয় শো ‘সো ইউ থিংক ইউ ক্যান ডান্স’এর দেশীয় ভার্সন আসতে চলেছে টেলিভিশনে। স্টেজ এবং স্ট্রিট— মূলত এই দুটো ডান্স ফর্মই পরিবেশন করবেন প্রতিযোগীরা।

মাধুরী ছাড়াও টেরেন্স লুইস এবং বস্কো মার্টিস থাকবেন বিচারের দায়িত্বে। বস্কো আর টেরেন্স যেখানে আরবান স্টাইল আর টেকনিক্যাল দিকটা সামলাবেন, সেখানে মাধুরী মূলত দেখবেন ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল বিভাগটি।

‘ঝলক দিখলা যা’এ একসময় বিচারক হিসেবে দেখা যেত মাধুরীকে। যদিও গত সিজনে তিনি ছিলেন না। বিরতির পর আবারও ফিরছেন মাধুরী। আবার যেন ফিরে আসছে তার স্বমহিমা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

পাঠকের মতামত: