ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে জাতীয় ঐক্যফ্রন্ট

অনলাইন ডেস্ক ::  নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ঐক্যফ্রন্ট জোটের নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’। এই প্রতীকে আমরা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

আজ বৃহস্পতিবার মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাতীয় ঐক্যফ্রন্টের দলগুলো হলো বিএনপি, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, জাসদ (জেএসডি) ও নাগরিক ঐক্য।

মান্না বলেন, সরকার চাচ্ছে ঐক্যফ্রন্ট যাতে নির্বাচনে না আসে। তবে যত বাধা বিপত্তিই হোক ঐক্যফ্রন্ট নির্বাচনে যাবে।

পাঠকের মতামত: