ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

দেশে কোথাও আইএস নেই

26963_asadঅনলাইন নিউজ ডেস্ক :::

টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের কোথাও আইএস নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার দুপুরে রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সর্বধর্মীয় প্রীতি সমাবেশেতিনি এ দাবি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, জেলা থেকে জেলা, উপজেলা থেকে উপজেলা ঘুরে বেড়াচ্ছি কোথাও আইএস নামের জঙ্গি সংগঠনের অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। যা পাওয়া যায় তা শুধু জেএমবি, হুজি, আনসারুল্লাহ বাংলা টিম। যারা জামায়াত-শিবিরের সমর্থনপুষ্ট জঙ্গিগোষ্ঠী। তিনি বলেন, আমি আইএস দেখি না। আইএস দেখে শুধু একটি দেশের ওয়েবসাইট। আমি দেশটির নাম বলতে চাই না। একটা হত্যাকা- ঘটলে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে সেটি আইএস করেছে বলে ওই ওয়েবসাইটে খবর দেওয়া হয়। মন্ত্রী বলেন, বাংলাদেশ যখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠালাভ করতে যাচ্ছে। ঠিক এমন সময় দেশের উন্নয়নকে থমকে দিতে বহিঃশত্রুর ইন্ধনে সেই জামায়াত-শিবিরের সমর্থনপুষ্টরা জঙ্গি সংগঠনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে। ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করছে।

পাঠকের মতামত: