ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

দিল্লী মেদান্ত হাসপাতালে সালাহউদ্দিনের ঘাড়ে অস্ত্রোপচার

salahuddin_1_0_1অনলাইন ডেস্ক :::

ভারতের দিল্লীর মেহাসপাতালে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের ঘাড়ে অস্ত্রোপচার চলছে।

আজ সকালে অস্ত্রোপচারের আগে স্কাইপে ভিডিও বার্তায় তিনি গণমাধ্যমকে বলেন, “আমার ঘাড়ে অস্ত্রোপচার হবে কিছুক্ষণ পর। দেশবাসীসহ সকলের কাছে আমি দোয়া চাই। দীর্ঘদিন আমি প্রচণ্ড ব্যাথায় ভুগছি।

“এই অস্ত্রোপচারের কিছুদিন পর কিডনিতে একটি অস্ত্রোপচার লাগবে।” স্পাইনাল কর্ডে সমস্যা ছাড়াও কিডনি জটিলতা, চর্ম ও হৃদরোগে আক্রান্ত বিএনপির এই যুগ্ম মহাসচিব।

মেদান্তা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক কে কে হানডার তত্ত্বাবধায়নে সকাল ৯টায় তার ঘাড়ে অস্ত্রোপচার শুরু হয়েছে, চলবে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে।

ঘাড়ে ব্যথার চিকিৎসা নিতে শিলং ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতি নিয়ে গত ১১ মার্চ সালাহ উদ্দিন আহমেদ দিল্লিতে যান।

শেষ খবর পাওয়া পযন্ত সালাহউদ্দিন আহমদের অস্ত্রোপচার সফল হয়েছে। উৎসঃ শীর্ষ নিউজ

পাঠকের মতামত: