ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

টুইটারে খালেদা ‘হামলার পরিণাম শুভ হবে না’

অনলাইন ডেস্ক ::kha

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ দুপুরে এক টুইট বার্তায় খালেদা বলেন, বিএনপি মহাসচিবের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানাবার ভাষা নেই। এ হামলা গণতন্ত্র, রাজনীতি, নাগরিক অধিকার ও পরমতসহিষ্ণুতার ওপর হামলা। এর পরিণাম শুভ হবে না।
আজ সকালে রাঙ্গামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় মির্জা ফখরুলসহ বিএনপির অন্তত ৫ নেতা আহত হয়েছেন।

পাঠকের মতামত: