ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

‘টাইটানিক’ এবার বাংলাদেশের টিভি পর্দায়

বিনোদন ডেস্ক ::

বিশ্বখ্যাত হলিউড মুভি ‘টাইটানিক’ এবার দেখা যাবে বাংলাদেশের টিভি পর্দায়। আসছে ঈদের দিন দুপুর ৩টায় এটি প্রচার হবে এটিএন বাংলায়। দর্শকদের জন্য চলচ্চিত্রটি বাংলায় ডাবিং করে প্রচার করা হবে। উল্লেখ্য, ১৯৯৭ সালে মুক্তি পায় বিশ্ববিখ্যাত এই চলচ্চিত্রটি। এর পরিচালক, লেখক ও সহ প্রযোজক বিখ্যাত মার্কিন চলচ্চিত্র ব্যক্তিত্ব জেমস ক্যামেরন। চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন লিওনার্ডো ডিক্যাপ্রিও ও কেট উইন্সলেট।
এই চলচ্চিত্রটি তৈরিতে মোট ব্যয় হয় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। এটির সবচেয়ে বড় অর্জন ১১টি ক্ষেত্রে একাডেমি পুরস্কার জিতে নেয়া এবং সর্বকালের সবচেয়ে বেশী উপার্জন করা। ‘টাইটানিক’ ছাড়াও এবারের ঈদের অনুষ্ঠানমালায় এটিএন বাংলায় আরো ৪টি বাংলায় ডাবিংকৃত হলিউড মুভি প্রচার হবে। এসবের মধ্যে ঈদের তৃতীয়দিন সকাল ১০টা ৩০ মিনিটে থাকছে ‘ব্রেভহার্ট’, পরিচালনায় মেল গিভসন। ঈদের চতুর্থদিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘দি ট্রান্সপোর্টার’, পরিচালনায় লুই ল্যাটেরিয়ার ও কোরি ইউয়েন। ঈদের পঞ্চমদিন সকাল ১০টা ৩০ মিনিটে থাকছে ‘ডাইহার্ড-ফোর’, পরিচালনায় লেন উইসম্যান। এছাড়া ঈদের ষষ্ঠদিন সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘এক্স-ম্যানঃ ইউনাইটেড’, পরিচালনায় ব্র্যায়ান সিঙ্গার।

পাঠকের মতামত: