ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

জামিনে মুক্ত রিজভী

অনলাইন ডেস্ক::

উচ্চ আদালতের জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার বিকেল পাঁচটায় কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে জামিনে মুক্ত হন তিনি। কারাগারের জেলার নাশির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১৮ই আগস্ট নাশকতার ছয় মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন রিজভী। তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তারপর থেকে কাশিমপুর কারাleadগারে আটক ছিলেন তিনি। পরে জামিনের আবেদন জানালে গত ৭ই সেপ্টেম্বর ৫ মামলা এবং ১৩ অক্টোবর বাকি এক মামলায় রিজভীকে জামিন দেন হাইকোর্ট। পরে ওই ছয় মামলায় জামিনের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছিলেন রাষ্ট্রপক্ষ। তবে এ আবেদনে সর্বোচ্চ আদালত কোনো আদেশ না দেওয়ায় এ মামলায় রিজভীর জামিন বহাল রয়েছে। ফলে তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

পাঠকের মতামত: