ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

জনগণকে কী দিলাম সেটাই বড় কথা: প্রধানমন্ত্রী

hasinaনিজস্ব প্রতিবেদক :::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “কী পেলাম আর কী পেলাম না, সে হিসাব না করে জনগণকে কী দিতে পারলাম সেটাই বড় কথা।”

বুধবার বিকেলে গণভবনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “পড়া-লেখায় ভালো করতে হবে। কারণ পড়া-লেখা না জানা লোক ক্ষমতায় এলে কী অবস্থা হতে পারে, তা মনে হয় আর বলার প্রয়োজন নেই। তোমরা বুঝতে পারছো।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, “তিনি মেট্রিকে সব বিষয় ফেল করেছেন। শুধু দুটি বিষয় পাস, তাহলো বাংলা আর উর্দু। বোঝেন তাহলে!”
যাদের জন্ম এ মাটিতে নয় তারা জনগণকে ভালোবাসবে কী করে, এ প্রশ্নও রেখে ছাত্রলীগ নেতাকর্মীদের পড়া-লেখার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমরা ছাত্রলীগের হাতে কাগজ-কলম তুলে দিয়েছি। তার মানে তাদের পড়া-লেখা করতে হবে।”এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: