বাংলাদেশে জঙ্গি হামলা মোকাবেলা করতে বিদেশী কোনও সংস্থা আগমনের খবর নাকচ করে দিয়েছে সরকার। একই সঙ্গে জঙ্গি তৎপরতা সম্পর্কে প্রতিবেশী ও বন্ধু দেশগুলোর সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের প্রয়োজনের কথা জানিয়েছে সরকার। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছিল, জঙ্গি হামলার ঘটনা তদন্ত করতে দেশটির জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি) বাহিনীর একদল কর্মকর্তা বাংলাদেশে আসছে। এর একদিন পর শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশে কোনও বিদেশী সংস্থা আসার খবর নাকচ করে দেন। তিনি বলেন, জঙ্গিবাদকে ‘ফিজিক্যালি’ ট্যাকেল করার সক্ষমতার প্রমাণ শেখ হাসিনার সরকার গত আট বছরে দিয়েছে। আমরা অনেক জটিল সমস্যার সমাধান করেছি। তিনি বলেন,‘ফিজিক্যাল ক্যাপাসিটি’র ক্ষেত্রে বাংলাদেশের কোন ঘাটতি নেই। এখানে গোয়েন্দা তথ্যটা সবচেয়ে বেশি জরুরি। এ জন্য ‘ইনটেলিজেন্স শেয়ারিং’য়ের জায়গাটিতে সহযোগিতা দরকার বলেও মন্তব্য করে প্রতিমন্ত্রী। তিনি বলেন, গোয়েন্দা তথ্য পাওয়ার পরে; যে দেশে হামলার শঙ্কা রয়েছে সে দেশের আভ্যন্তরীণ শক্তি, ক্ষমতা বা গোয়েন্দা সংস্থাগুলো ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সক্ষমতা আছে কিনা সেগুলো মোকাবেলা করার, তা বিবেচনার বিষয়। বাংলাদেশের কঠিন সময়ে বিদেশী বন্ধুরা পাশে আছে বলে জানান শাহরিয়ার আলম। এক্ষেত্রে ইতালির ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। প্রতিমন্ত্রী বলেন,ইতালির ভাইস মিনিস্টার যখন এসেছিলেন, তিনিও বলেছেন যে যেখানে রক্ত মিশেছে; যেখানে ইতালি ও বাংলাদেশের মানুষ একসঙ্গে প্রাণ দিয়েছে; সেই জায়গায় সম্পর্ক আরও গভীর হবে এবং জোড়দার হবে। সামনের সমস্যাগুলো আমরা একসঙ্গে ট্যাকেল করবো। উল্লেখ্য, বৃহস্পতিবার ঈদুল ফিতরের দিন সকালে দেশের সর্ববৃহৎ ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলা চালায় জঙ্গিরা। এতে পুলিশসহ চারজন নিহত হয়। এছাড়াও আহত হন আট পুলিশসহ অন্তত ১২ জন। এর আগে গত ১ জুলাই রাতে ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। তারা ১৭ বিদেশীসহ ২০ জিম্মিকে হত্যা করে। এছাড়াও নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। পরদিন সকালে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযান চালানো হয়। অভিযানে ছয় হামলাকারী নিহত হয়। এছাড়া সেখান থেকে জীবিত উদ্ধার করা হয় ১৩ জিম্মিকে। এই দুই সন্ত্রাসী হামলা ঘটনা তদন্তে ভারতের এনএসজির একটি বিশেষ প্রতিনিধি দল চলতি সপ্তাহের শেষে বাংলাদেশে আসবে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায় দেশটির সরকারি সংবাদ সংস্থা পিটিআই। প্রতিবেদনে বলা হয়, প্রতিনিধি দলটি গুলশানের হামলাস্থল পরিদর্শন করে পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা নেবে। আর কিশোরগঞ্জে শোলাকিয়া থেকে বিস্ফোরণের নমুনা ও প্রমাণ সংগ্রহ করবে। গুলশানে হামলার পর পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে ঘটনাস্থল ঘুরে দেখার অনুমতি চাইলে ঢাকা তা অনুমোদন করে বলেও প্রতিবেদনে বলা হয়।
প্রকাশ:
২০১৬-০৭-০৮ ১৫:৪৯:৫৫
আপডেট:২০১৬-০৭-০৮ ১৫:৪৯:৫৫
- চকরিয়ায় প্যারাবন নিধনের মামলায় আসামি নিরীহ মানুষ
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
- চকরিয়ায় সেনাবাহিনীর হাতে নারীসহ তিনজন গ্রেফতার
- মেরিন ড্রাইভ সড়কে অস্ট্রেলিয়ান নাগরিক নিহত
- চকরিয়ায় সাবেক এমপি জাফর সাঈদি সহ আওয়ামী লীগের ২৮৭ জনের বিরুদ্ধে থানায় নতুন মামলা
- চকরিয়ায় যাত্রীবাহী বাস থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, বিক্রেতা গ্রেফতার
- দুর্নীতির আখড়ায় কক্সবাজার সিটি কলেজ
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- বদরখালী সমিতির ১১টি মৎস্য প্রকল্পের নিলাম নিয়ে বিরোধ
- রামুতে আপন ভাতিজিকে অপহরণ করে মুক্তিপণ দাবি
- রামুতে ল্যাপটপ পেলেন ৮০ নারী ফ্রিল্যান্সার
- চকরিয়া সদরের বক্স রোড সম্প্রসারণ কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
- বহিরাগতদের নিয়ে কলেজে গেলেন পদত্যাগ করা বিতর্কিত অধ্যক্ষ মুজিবুল আলম
- চকরয়ার ঠিকাদার মিজান গ্রেফতার, কোটি টাকার ঋণের জেল-জরিমানার দায়ে
- কক্সবাজার আবাসিক হোটেলে ৭০ ইউপি সদস্যের ‘গোপন বৈঠক’, আটক ১৯
- চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি ডাম্পার ও স্কেভেটর জব্দ
- চকরিয়ার রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় : কোটি টাকা লোপাটের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- কুতুবদিয়ায় গর্তে ১০ লক্ষ মণ পুরাতন লবন,লোকসানের শংকা চাষীরা
- চকরিয়ার সাবেক এমপি জাফর আলম, সালাহউদ্দিনসহ আওয়ামী লীগের ৭৩৬ জন আসামী
- চকরিয়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনতাই
- উত্তপ্ত রামু সরকারি কলেজ: অধ্যক্ষ মুজিবের অপসারনের দাবিতে কার্যালয় ও প্রশাসনিক ভবনে তালা
- পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
পাঠকের মতামত: