ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ছাত্রী হয়রানি, এসআই রতনকে গ্রেপ্তারের নির্দেশ

1884_f5নিউজ ডেস্ক ::

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে রাজধানীর মোহাম্মদপুরে শ্লীলতাহানির অভিযোগে আদাবর থানার এসআই রতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সালেহ উদ্দিন আহমেদের আদালত অভিযোগ আমলে নিয়ে এ পরোয়ানা জারি করে আগামী ১৬ই মার্চ গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনের জন্য পরবর্তী তারিখ ধার্য করেন। গত ১০ই ফেব্রুয়ারি বুধবার ঢাকা মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এ বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ঢাকার মহানগর হাকিম মো. ইমদাদুল হক তদন্ত শেষে মুখ্য মহানগর হাকিমের কাছে প্রতিবেদন জমা দেন। মুখ্য মহানগর হাকিম বুধবার এ প্রতিবেদন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠায়।
বিচার বিভাগীয় ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এস আই রতন কুমার হালদার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে। এ তদন্তে পাঁচজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এদের মধ্যে দুজনকে নিরপেক্ষ হিসেবে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ দুজনই বিচারকের কাছে দেয়া জবানবন্দিতে উল্লেখ করেছেন, গত ৩১শে জানুয়ারি ওই ছাত্রী আশা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষ করে ফিরছিলেন। মোহাম্মদপুরের জাপান-গার্ডেন সিটির কাছে এলে এসআই রতনসহ পুলিশের তিন সদস্য রিকশার গতিরোধ করে ওই ছাত্রীকে একটি দোকানে নিয়ে যান। এরপর এসআই রতন ওই শিক্ষার্থীকে হেনস্তা করেন। ওই ছাত্রীকে হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে এরই মধ্যে আদাবর থানার এসআই রতন কুমার সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পাঠকের মতামত: