রামু প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রামু থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শেখ আশরাফুজ্জামান । বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ওসি প্রভাষ চন্দ্র বলেন, দেশ-জাতি গঠনসহ সমাজের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই সাংবাদিক ও পুলিশের কাজ।
তিনি বলেন, অপরাধির পরিচয় অপরাধি। অপরাধ যেই করুক তাকে বিন্দুমাত্রই ছাড় দেওয়া হবে না। রামুতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, চুরি-ডাকাতি-অপহরণ-মাদক,মানব পাচারকারীসহ বিভিন্ন অপরাধ নিমূলে কার্যকর ভূমিকা রাখবে পুলিশ। এজন্য সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। রামুর ১১টি ইউনিয়নের প্রতিটি এলাকাকে সন্ত্রাস মুক্ত করার প্রত্যয়ে এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের ঘোষিত অপরাধ ধমণে পুলিশ বাহিনী কার্ষকর ভূমিকা অব্যাহত রাখবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সুনীল বড়–য়া, প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোছাইন হেলালী, সহ সভাপতি এইচবি পান্থ, , যুগ্ম সম্পাদক এম আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সোয়েব সাঈদ এবং সাংবাদিক অর্পন বড়ুয়া, আবুল কাশেম, ওবাইদুল হক নোমান, আবুল কাশেম সাগর, আল মাহমুদ ভুট্টো, মো. নাছির উদ্দিন, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, গোলাম মওলা, হাফেজ আবুল মঞ্জুর, প্রকাশ সিকদার, ও আব্দুল মালেক সিকদার প্রমূখ।
পাঠকের মতামত: