ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

চট্রগ্রাম নগরীর তিন থানায় ওসি পদে রদবদল

চট্রগ্রাম প্রতিনিধি ::  নগরীর মেট্রোপলিটন এলাকার খুলশী, বাকলিয়া ও সদরঘাট থানার ওসি পদে রদবদল করা হয়েছে। গত বুধবার সিএমপি কমিশনার মাহাবুবর রহমানের স্বাক্ষরিত এক আদেশে এ পরিবর্তন আনা হয়েছে। জানা গেছে, ইতিমধ্যে যার যার কর্মস্থলে যোগদান করেছে পুলিশ কর্মকর্তারা।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এদের মধ্যে দুজনের থানা বদল করা হলেও একজনকে ডিবিতে পাঠানো হয়েছে। আবার ডিবি থেকে একজনকে পদায়ন করে থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরীকে খুলশী থানায় বদলী করা হয়েছে, খুলশীর ওসি শেখ আবু নাছের চৌধুরীকে গোয়েন্দা শাখায় (ডিবি) পাঠানো হয়েছে। সদরঘাটের ওসি নেজাম উদ্দিনকে বাকলিয়া থানায় পাঠানো হয়েছে। অন্যদিকে সদরধাট থানায় ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ফারুকীকে।

পাঠকের মতামত: