আবুল কালাম, চট্টগ্রাম :: চট্টগ্রামের খুচরা বাজার গুলোতে পেঁয়াজের রেকট সেঞ্চুরী দাম বেড়ে এক লাফে ১০০ টাকা ও ১১০ টাকা হয়েছে। ২৯ সেপ্টেম্বর ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। এই খবর শুনে একরাতেই দাম বেড়েছে ৩০/ ৪০ টাকা। অথচ এর আগেও পেঁয়াজের কেজি প্রতি দাম ছিল ৬৫-৭০, ৮০ টাকা।
অনুসন্ধানে সরজমিনেে গিয়ে নগরীর পাহাড়তলী বাজারের মো. আনিস নামের এক খুচরা বিক্রেতা কক্সবাজার নিউজকে জানান, পাইকাররা পেঁয়াজ মজুদ করাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। তাই দাম বেড়েছে।
আর খাতুনগঞ্জের এক পাইকার জানান, ভারত থেকে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি না হওয়ায় এমনিতেই পেঁয়াজের দাম বাড়তি। তাছাড়া ভারত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে নগরীর ফইল্ল্যাতলী বাজার, নয়া বাজার আব্দুল আলী হাট সহ আস পাসের সব বাজারে একই চিত্র দেখা যায়।
এছাড়া সবজির দামও বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, শিম কেজি প্রতি ১০০ টাকা, ফুলকপি ৫৫ টাকা ,বাধাঁকপি ৫০ টাকা, মুলা ৪০ টাকা, টমেটো ৯০ টাকা, বেগুন ৫০ টাকা, চিচিংগা ৬০ টাকা, কাকরোল ৭০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বরবোটি ৮০ টাকা , করলা ৭০টাকা , গাজর ৫০ টাকা, পটল ৬০, টাকা পেঁপে ৩৫ টাকা।
আতাউর রহমান নামে এক ক্রেতা কক্সবাজার নিনিউজ সিবিএনকে বলেন, পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম। এমতাবস্তায় আমাদের মত স্বল্প আয়ের লোকেদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।
তবে সবজি বিক্রেতারা জানান, বাজারে শীতের সবজির যোগান বাড়লে অচিরেই দাম কমবে সবজির।
পাঠকের মতামত: