ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ঝুট ব্যবসায়ী খুন

image_150867_0চট্টগ্রাম প্রতিনিধি :::

চট্টগ্রাম: নগরীর সদরঘাট থানার কামাল গেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. আবু জাহিদ (৪৫) নামের এক ঝুট ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবু জাহিদ ৪৭ নম্বর পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ জানান, রাত দুইটার দিকে কামাল গেট এলাকার নিজ বাসার সামনে দুর্বৃত্তের গুলিতে গুরুত্বর আহত হন ঝুট ব্যবসায়ী আবু জাহিদ। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত: