ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামে জালনোটসহ চক্রের ৪ সদস্য আটক

আবুল কালাম, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামের সদরঘাট থানার শুভপুর বাস স্ট্যান্ড এলাকায় আলী আকবর হোটেলের সামনে থেকে জাল নোট বিক্রির দায়ে গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা  করে জাল নোট চক্রের চার সদস্য কে আটক করেছেন পুলিশ।

শুক্রবার (১৭ মে) সকালের দিকে তাদের আটক কারা হয়।

আটক কৃতরা হলেন- মো. জয়নাল প্রকাশ রাসেল (২৭), মো. সুজন (১৯), মো. সোহেল (২২) ও হামিদ হোসেন মাসুদ (১৬)।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন  জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩১ হাজার জাল টাকাসহ জাল নোট চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। ঈদকে সামনে রেখে বাজারে জালনোট বিক্রি করছিলো তারা।

তিনি বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে বাজারে জালনোট বিক্রির কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

পাঠকের মতামত: