ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

চকরিয়া সড়কের খুটাখালীতে ত্রিমখী গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ১০

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী বাস- পিকআপ ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়েছেন।

রোববার দিনগত রাত সোয়া ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালীর মেধাকচ্চপিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতাল ও চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি বলেনড়, চট্টগ্রামমুখী একটি পিকনিকের বাস ও একটি লবণবোঝাই পিকআপের সঙ্গে কক্সবাজারমুখী মিনিট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতের মধ্যে দুইজন দূর্ঘটনা কবলিত বাস ও মিনিট্রাকের চালক ও অপরজন বাসের যাত্রী। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশংকাজনক। নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তিনি আরো বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িগুলঁ জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত: