ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

চকরিয়া সরকারী হাসপাতালে যোগদান করলেন নতুন ৮ চিকিৎসক, বরণে সংবর্ধনা

এম.জিয়াবুল হক, চকরিয়া :: চিকিৎসক সংকট নিরশনের মধ্যদিয়ে একশত সয্যায় উন্নীত কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাক্ষেত্রে অবশেষে দৃশ্যমান অগ্রগতি হতে শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রানালয়ের অর্থায়নে ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়নে নতুন পাঁচটি ভবন নির্মাণের মাধ্যমে সেই ৫০ সয্যার স্বাস্থ্য কমপ্লেক্স একশত সয্যায় উন্নীত হলেও দীর্ঘদিন পর্যাপ্ত চিকিৎসক পোস্টিং না দেয়ায় রোগীদের মাঝে কাঙ্খিত সেবা নিশ্চিত করতে গিয়ে চরমভাবে বেগ পেতে হয়েছে কর্মরত চিকিৎসক-নার্স সবাইকে।

আশার কথা হলো এতদিন পর্যাপ্ত চিকিৎসক সংকট থাকলেও সর্বশেষ সোমবার (২৮ ফেব্রুয়ারী ) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিয়েছেন নতুন ৮ চিকিৎসক। এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৪২তম ব্যাচের ওই ৮ সহকারি সার্জনকে স্বাস্থ্য মন্ত্রানালয়ের জনপ্রশাসন শাখা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করেছেন।

নতুন ৮ জন চিকিৎসককে পেয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারী সবাই উৎফুল্ল। এই উচ্ছ্বাস অনুপ্রেরণার অংশ হিসেবে এদিন স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে নতুন চিকিৎসকদের বরণে সংবর্ধনা দেওয়া হয়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.শোভন দত্ত সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত ৮ চিকিৎসক সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরএমও ডা.শাহ ফাহিম ফয়সাল, সিনিয়র সার্জন ডা.রুবেল পালিত, ডেন্টাল সার্জন ডা. মহিম উদ্দিন, ডা.শামীমা সুলতানা, ডা. আতিকুর রহমান. ডা.জন্নাতুল শিরীন মুনমুন, ডা. সিরাজুম মনির, ডা.রিয়াসাদ আজিম ছিদ্দিকী, ডা.শারমিন আক্তার, ডা. ফয়সাল রানা, ডা.ইয়াছিন হাওলাদার, ডা.তামিয়া ইসলাম, ডা.তাহমিনা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সিনিয়র নার্স ও সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.শোভন দত্ত বলেন, নতুন আট চিকিৎসক যোগদানের মধ্যদিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাক্ষেত্রে অবশেষে দৃশ্যমান অগ্রগতি হতে শুরু করেছে। অবকাঠামোগত উন্নয়নে স্বাস্থ্য কমপ্লেক্সটি একশত সয্যায় উন্নীত হলেও পর্যাপ্ত চিকিৎসক পোস্টিং না দেয়ায় রোগীদের মাঝে কাঙ্খিত সেবা নিশ্চিত করতে গিয়ে কর্মরত চিকিৎসক-নার্স সবাইকে বেগ পেতে হয়েছে। আশাকরি এখন থেকে আমরা সেবার পরিধি আরো বাড়াতে পারবো।

জানা গেছে, এমবিবিএস ও বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৪২তম ব্যাচে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা নতুন ৮ চিকিৎসকের মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী। তাদের তিনজনের বাড়ি চকরিয়ায়, দুইজনের বাড়ি জেলার নতুন উপজেলা ঈদগাওয়ে, একজনের বাড়ি লোহাগাড়া, একজনের বাড়ি কুতুবদিয়া ও অপরজনের বাড়ি টাঙ্গাইলে।

 

পাঠকের মতামত: