ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

চকরিয়া ডুলাহাজারা ইউপিতে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অভিষেক ও সভা অনুষ্ঠিত

এম.জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের অভিষেক এবং নতুন পরিষদের প্রথম সভা বৃহস্পতিবার (৩ ফেব্রয়ারী) অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর।

ডুলাহাজারা ইউপি সচিব হুমায়ুন কবির এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

পরে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আজিজুল মান্নান, ফাসিয়াখালী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম চৌধুরী,মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই টিপু, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রোস্তম গনী মাহমুদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য ১ নং ওয়ার্ডের মেম্বার রফিক আহমদ, ২ নং ওয়ার্ডের মেম্বার আবু ছালাম, ৩ নং ওয়ার্ডের মেম্বার আলহাজ মো. শওকত আলী, ৪ নং ওয়ার্ডের মেম্বার রমজান আলী, ৫ নং ওয়ার্ডের মেম্বার রিয়াজ উদ্দিন টিপু, ৬ নং ওয়ার্ডের মেম্বার ফখরু উদ্দিন, ৭ নং ওয়ার্ডের মেম্বার ফরিদুল আলম, ৮ নং ওয়ার্ডের মেম্বার মো.আয়াত উল্লাহ সওদাগর, ৯ নং ওয়ার্ডের মেম্বার শফিকুর রহমান, ১২৩ নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার মোশারফা খানম রিটা, ৪৫৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার জেসমিন আক্তার, ৭৮৯ নং সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার শোবাইদা জন্নাত রিমা, ডুলাহাজারা ইউনিয়ন সভাপতি ডা. আজিজুল মান্নান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.আনাছ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ জাফর আলম বলেন, সবার জন্য নিরাপদ একটি ইউনিয়ন গড়তে হলে জনপ্রতিনিধি, জনসাধারণ সকলকে এক এবং অভিন্ন হয়ে কাজ করতে হবে। সবার উদারপুর্ণ ভুমিকা থাকলে নতুন পরিষদ আগামী দিনে ডুলাহাজারা ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নয়নসমৃদ্ধ ইউনিয়ন পরিষদ গড়তে সফল হবে।

 

 

 

পাঠকের মতামত: