ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মোঃ ইউনুস হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামি নুরুন্নবীকো গ্রেফতার। করেছে থানা পুলিশ

শুক্রবার সন্ধ্যায় হারবাংয়ের মইক্কাঘোনা এলাকায় মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে স্থানীয় নুরুন্নবীর ঘুসিতে ঘটনাস্থলে প্রাণ হারায় স্থানীয় দিল মোহাম্মদের ছেলে মোঃ ইউনুস(৪০)।

এঘটনায় মোঃ ইউনুসের স্ত্রী রহিমা আকতার বাদী হয়ে হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ড কালাচাঁন মায়ের ঘোনা এলাকার বদর আলমের পুত্র নুরুন্নবী (৩৬)কে প্রধান আসামি করে শনিবার চকরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা ওবহত্যাকান্ডের ২৪ ঘন্টা পেরোনোর আগেই প্রধান আসামি নুরুন্নবীকে পার্শ্ববর্তী পেকুয়া উপজেলা থেকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেন হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ আজহার।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী চকরিয়া নিউজকে জানান, ইউনুস হত্যাকান্ডের প্রধান আসামি নুরুন্নবীকে গ্রেফতার করা হয়েছে। এজাহার ভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি ।

পাঠকের মতামত: