চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কে যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা ও পিকাআপের মুখোমুখি সংঘর্ষে আবু ছালেক (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটো রিক্সা চালক ও যাত্রীসহ আরো ৫জন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চৌয়ারফাঁড়ি স্টেশনের কাছে নবীর টেকে এ দূর্ঘটনা ঘটে। নিহত আবু ছালেক কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সিকদার পাড়ার মৃত আসহাব উদ্দিনের ছেলে এবং নতুন বাজার সিকদারপাড়া আজিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। আহতদের মধ্যে মুর্মূষু অবস্থায় সিএনজি অটোরক্সিা চালক সাহাবউদ্দিন (৫৫) ও যাত্রী আবুল হাসনাত নেওয়াজকে (২৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চকরিয়া থানার এসআই মো. এনামুল হক জানান, নিহতের লাশ উদ্ধার এবং দূর্ঘটনা পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঠকের মতামত: