এম.জিয়াবুল হক, চকরিয়া :: চকরিয়া উপজেলার বিএমচর (ভেওলা মানিকচর) ইউনিয়নের জন্মভুমিতে সমাহিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বান। দেশমাতৃকার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, গোলাম রব্বান গত শুক্রবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ’র মোহাম্মদ বিন জায়েদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদ ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সাবেক সদস্য, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
তাঁর মরদেহ মঙ্গলবার ৮ জুন সকাল সাড়ে আটটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। এর পর মরদেহ বিমানবন্দর থেকে চকরিয়া উপজেলার বিএমচর (ভেওলা মানিকচর) ইউনিয়নের নিজ গ্রামে আনা হয় এবং সেখানে বাদে এশার নামাজ শেষে বেতুয়া বাজার বায়তুল মামুর জামে মসজিদে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষে রাস্টীয় মর্যাদার আনুষ্ঠানিকতায় অংশনেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ ও চকরিয়া থানার ওসি শাকের মুহাম্মদ যোবায়ের। জানাযার আগে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ, চকরিয়া উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, কক্সবাজার জেলা, চকরিয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগসহ সর্বস্তরের জনসাধারণ।
অনুষ্ঠিত নামাজে জানাযায় অংশনেন এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বীর প্রতীক, রামুর বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা সম্পাদক এসএস কামাল উদ্দিন, বন পরিবেশ সম্পাদক লায়ন কমরউদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়াউদ্দিন চৌধুরী, আমিনুর রশিদ দুলাল, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তাফা জামান, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এসএম জাহাংগীর আলম বুলবুল, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহসিন বাবুল, বান্দরবার জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহীদ আবদুল হামিদের ভাই মনজুরুল কাদের, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম, সাবেক চেয়ারম্যান আলহাজ বদিউল আলম, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মাস্টার আবুল কালাম আজাদ ছাড়াও আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ মরহুমের নামাজে জানাযায় অংশনেন।
জানাযা শেষে উপস্থিত সকলেই বীর মুক্তিযোদ্ধা, দেশমাতৃকার সূর্য সন্তান গোলাম রব্বান সাহেবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পাঠকের মতামত: