ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বাসের ধাক্কায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আজ ২৭ জানুয়ারী, বৃহস্পতিবার দুপুর একটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং লালব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. মাহিয়ান (৭)। সে হারবাং ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আলীপুর এলাকার মো. মহিউদ্দিনের পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম। তিনি চকরিয়া নিউজকে বলেন, দুপুরে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মহসড়কের হারবাং লালব্রীজ এলাকায় পৌঁছলে রাস্তা পারাপারের সময় মাহিয়ান নামে এক শিশুকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। শিশু মাহিয়ানের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে।

পাঠকের মতামত: