ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় বজ্রপাতে কিশোর নিহত

ssssচকরিয়া অফিস :

চকরিয়ায় বিলে মাছ ধরতে গিয়ে শেফায়েত হোসেন (১৫) নামের এক কিশোর বজ্রপাতে নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের কালা সিকদারপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা। নিহত শেফায়েত ওই গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

হারবাং পুলিশ ফাঁিড়র আইসি দেবাশীস সরকার বলেন, আগেরদিন বৃষ্টি হলে বাড়ির পাশে বিলে প্রচুর পানি জমে। এতে অন্যদের দেখাদেখিতে বুধবার দুপুরে মাছ ধরতে যায় ওই কিশোর। ওইসময় ব্রজপাতে বিলেই মাছ ধরা অবস্থায় নিহত হন কিশোর শেফায়েত।

পাঠকের মতামত: