ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় প্রতিবেশি লোকজন কুপিয়েছে বয়োবৃদ্ধাকে

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :: চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হাসেরদীঘিতে গাছের আমপাড়াকে কেন্দ্র করে মোঃ নবী (৬৮) নামে এক বয়োবৃদ্ধাকে হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয়েছো। তিনি ইউনিয়নের হাসেরদীঘি ষ্টেশনের পূর্বপাশের মৃত এজাহার আহমদের পুত্র। শনিবার বিকালে এ ঘটনা ঘটেছে। আহত বৃদ্ধাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তির পরিবার সদস্যদের অভিযোগে জানাগেছে, হাসেরদীঘি ষ্টেশনের পূর্বপার্শ্বে জমির সীমানায় দীর্ঘ ৬০/৭০ বছর পূর্বে থেকে ভোগ দখলে থাকা গাছের আম অন্যত্র বিক্রি করেন মোঃ নবী। ক্রেতাকে নিয়ে গাছ থেকে আম পাড়তে গেলে একই এলাকার নুরুল আমিন পিতা আহমদ কবির, তার ছেলে আবদুর রহমান, ভাই মনজুর আলম, বোনের ছেলে রুবেল, ভাতিজা নুরুল ইসলাম, নুরুন্নবী, ভাই জাফর আলম গং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলাকালে গাছের মালিক মোঃ নবীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে থানার উপপরিদর্শক ওমর ফারুকের নেতৃত্বে পুলিশদল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত ব্যক্তির স্বজনরা।

পাঠকের মতামত: