ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত -১

11ক্যাপশন :: নিহত পেকুয়ার হানিফ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক ::

চকরিয়ায় পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় ২ ব্যক্তি নিহত ও এক মহিলা আহত হয়েছে।  ১৫ মে বিকাল সাড়ে ৪ টায়  চট্টগ্রাম-কক্সবাজর মহাসড়কের নলবিলা ফরেস্টবিট সংলগ্ন চৌধুরী বাজার নামক স্থানে শ্যামলী বাস নং ঢাকা ভ-১৪৬১০২ নিচে পিষ্ট হয়ে পথচারী বৃদ্ধা  ঘটনাস্থলে মারা যায়। সড়ক দূর্ঘটনায় নিহত বৃদ্ধা  মহেষখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ছেরাডিল নামক স্থানের বাসিন্দা বলে জানা গেছে। তার বয়ষ ৭০ হবে বলে ধারা করা হয়েছে। তবে তার জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে বানিয়ারছড়া হাইওয়ে পুলিশের এক অফিসার জানায়, লাশ ও দূর্ঘটনায় পতিত গাড়িটি আটক করা হয়েছে।

অপর দিকে বিকাল ৩ টায় চকরিয়া ডুলাহাজারা দরগা মোড়া পায়েন্টে মোটর সাইকেল দূর্ঘটনায় পেকুয়া উপজেলার আন্নার আলী মাতব্বর বাড়ি এলাকার শামশুল আলম চৌধুরীর পুত্র ওমর হানিফ চৌধুরী নিহত হয়েছে। এসময় তার সাথে থাকা এক মহিলা গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন ওই মহিলাকে উদ্ধার করে মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভতি করে।
সকালে বৃষ্টি আর বেপরোয়া গাড়ি চলানোর কারণে এসব দূর্ঘটনা হচ্ছে বলে স্থানীয় লোকজন ধারণা করছেন।

 

পাঠকের মতামত: