ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে পুকুরে ডুবে সাঈদা নূরী তোহা নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সাঈদা নূরী তোহা ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

আজ শনিবার (২৮ মে) সকাল ১১ টার দিকে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ মৌলভীপাড়ায় এ ঘটনা ঘটে।

শিশুর মামা সাংবাদিক নেজাম উদ্দিন বলেন, আমার ভাগনীকে বাবার পাশে রেখে বোন ঘরের ছাদে কাজ করতে যায়। এরইমধ্যে বাবার অজান্তে তোহা ঘরের নিকটস্থ পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরের পানিতে ভেসে উঠলে তার মৃতদেহ পাওয়া যায়। আজ বিকাল ৪টার দিকে নামাজে জানাজা শেষে দাফন করা হয় সামাজিক কবরস্থানে।

পাঠকের মতামত: