ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় আলহাজ্ব আবুল হাশেম (৬৫) নামে সিআইপি মর্যাাদাপ্রাপ্ত এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড দিগরপানখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত আবুল হাশেম ওই এলাকার আবু ছৈয়দ সওদাগরের ছেলে ও তিনি একজন সিআইপি। আহত আবুল হাশেমকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত আবুল হাশেম বলেন, মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে স্থানীয় নজির আহমদের ছেলে মো. রিদুয়ান, তার ভাই মিরাজ, বোরহান, নুরহান ও আক্তার আহমদের ছেলে আলী আজমসহ ৬-৭ জন সন্ত্রাসী ছুরি ও লাটিসোটা নিয়ে অতর্কিত আমার উপর হামলা চালায়। তারা আমার হাতে, বুকে, মুখে, গলায় ও মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এদিকে হামলার ঘটনায় তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও তিনি জানান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, আহতের পক্ষে লিখিত এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##

 

 

পাঠকের মতামত: