নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের সঙ্গে সবজিভর্তি পিকআপের সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত ৮টায় কক্সবাজারের চকরিয়া ও লোহাগাড়ার সীমান্তবর্তী জাহালিয়া ঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, যারা গুরুতর আহত হয়েছেন এদের মধ্যে একজন মারা গেছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূঁইয়া।
তিনি বলেন, রাত ৮টায় জাহালিয়া ঢালা এলাকায় ট্রাক ও সবজিভর্তি পিকআপের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা আহত ৫ জনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
একজন নিহতের বিষয়ে তিনি বলেন, আমরা যাদের উদ্ধার করে চট্টগ্রাম পাঠিয়েছি তাদের কাউকে আশঙ্কাজনক দেখিনি। তবে রাস্তায় কেউ মারা গেছেন কিনা এখন পর্যন্ত খবর পাইনি।
পাঠকের মতামত: