ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় বাইক আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ বিজয় (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একই বাইকের আরও দুজন আরোহী। ১৫ আগষ্ট, সোমবার সকালে চকরিয়া-মহেশখালী সড়কের চকরিয়ার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশ কাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের মো. বেলাল উদ্দিনের পুত্র। তিনি মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন। আহতরা হলেন মহেশখালী উপজেলার মাহামুদুল হাসান তাকিব ও সাজ্জাদ হোসেন। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী চকরিয়া নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরির পর আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় পতিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত: