ঢাকা,সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

ছাত্রলীগ নেতা সোহেল রানা হত্যা:

চকরিয়ায় হত্যা মামলার আসামী নুর হোসেন গাইবান্ধা থেকে গ্রেফতার

এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া থানা সেন্টার এলাকায় জমি বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আলোচিত


মামলার প্রধান আসামী হাজী নুর হোসেনকে গাইবান্ধা সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ১৫জুন বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো: আবু সায়েম।

মামলার আর্জি সূত্রে জানাগেছে, ২০২০ সালের ২৮ নভেম্বর রাতের আঁধারে চকরিয়া থানা সেন্টারের অদুরে পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী হাজিপাড়ায় জমি বিরোধের জেরে পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক সোহেল রানাকে (২৮) পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত ছাত্রলীগ নেতা সোহেল রানা বিয়ের মাত্র ২৪ দিনের মাথায় খুনের শিকার হন।

এ ঘটনায় নিহতের বাবা রফিক উদ্দিন রকি বাদী হয়ে ৯জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি হাজী নুর হোসেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে আরও অন্তত অর্ধডজন মামলা রয়েছে। তিনি থানা সেন্টার এলাকার মরহুম আহমদ শফির ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, সোহেল হত্যা মামলার আসামীরা আত্মগোপনে চলে যাওয়ায় পুলিশ তাদের খুজে পাচ্ছেনা। পরবর্তীতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে গাইবান্ধা সদর থানা পুলিশের সহায়তায় মামলার প্রধান আসামী নুর হোসেনকে গত ১জুন গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাকে চকরিয়ায় নিয়ে আনার ব্যবস্থা নেয়া হচ্ছে। অপরাপর আসামীদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পাঠকের মতামত: