ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় এডভোকেট আমজাদের স্মরণ সভা অনুষ্টিত

জহিরুল আলম সাগর, চকরিয়া ::  কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চকরিয়া পৌরসভার প্রথম প্রশাসক এডভোকেট আমজাদ হোসেনের মৃত্যুতে এক স্মরণ সভা শুক্রবার ৫জুলাই বিকালে মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি জাহেদুল ইসলাম লিটু। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, সদর-রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আশেক উল্লাহ রফিক ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম।   এসময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এডভোকেট আমজাদ হোসেন গত সোমবার ২৪ জুন কক্সবাজার আদালত পাড়ায় স্ট্রোক করেন। পরে জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পাঠকের মতামত: