আবুল কালাম, চট্টগ্রাম :: চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকা থেকে গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা ছয় হাজার ইয়াবাসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।
আটকৃতরা হলেন চকরিয়ার ডুলাহাজারা এলাকা আবু সৈয়দের ছেলে মোঃ শাকিল (১৯) এবং একই এলাকার আবুল কালামের ছেলে মোঃ সাকিব (১৯)। শনিবার (১০ আগষ্ট) তাদের আটক করা হয়।
মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাইন হোসেন জানান, কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবাসহ ট্রাকের চালক এবং হেলপারকে আটক করা হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ ইয়াবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পাঠকের মতামত: