ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

চকরিয়াতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
চকরিয়াতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও ১৫আগস্ট জাতীয় শোক দিবস। এ উপলক্ষে চকরিয়া উপজেলা প্রশাসন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগ, চকরিয়া পৌরসভা, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথকভাবে কর্মসূচী পালন করে।

১৫ই আগষ্ট (সোমবার) সকাল ১০টায় মোহনায় চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাইদী। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরো বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা রাহাতুজ জামান ও চকরিয়া থানার ওসি চন্দন কুমার।

এদিকে চকরিয়া কোরক বিদ্যাপীঠ মাঠে ১৫ই আগষ্ট সকাল ১১টায় আয়োজন করেন শোক দিবস উদযাপন কমিটি, এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও শোক সভা উদযাপন কমিটির সদস্য সচিব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সিআইপি । আলোচনা শেষে মেজবানের আয়োজন করেন, এতে আগত নেতা-কর্মী সহ এলাকার জনসাধারণ দুপুরের খাবার গ্রহণ করে।

 

পাঠকের মতামত: