ঢাকা,শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

বদরখালীতে বিট পুলিশিং সভায় ওসি

চকরিয়ার আইনশৃঙ্খলা ভালো রাখতে পুলিশবদ্ধপরিকর 

চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী ইউনিয়নে আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে  বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে বদরখালী ফুলতলা স্টেশনে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম।
এতে আরও বক্তব্য দেন চকরিয়া থানার এসআই
সুজন বড়ুয়া, বদরখালী ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই মো: খোরশেদ আলম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা যুবদলের সভাপতি অধ্যাপক ইমাম উদ্দীন মনির, বদরখালী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদু, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: আবু নাঈম লিটন, বদরখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোছাইন, মো: পারভেজ প্রমুথ। সভায় ইউনিয়ন পরিষদের মেম্বার, বদরখালী সমিতির কর্মকর্তা, ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের লোকজনের উপস্থিত ছিলেন।
সভায় চকরিয়া থানার ওসি মো: শফিকুল ইসলাম বলেন, চকরিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকল্পে থানা পুলিশের উদোগে এলাকাভিত্তিক (প্রতিটি ইউনিয়নে) বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে।
এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে
আইন-শৃঙ্খলা বিষয়ে কমিনিউটি পুলিশিং মিটিংয়ের আয়োজন করা হচ্ছে। বিট পুলিশিং এর মুল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে এলাকা এলাকায় মাদক বেচাকেনা, চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ প্রবণতার যাতে লাগাম টানা যায়, সেইজন্য বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হচ্ছে।
ওসি বলেন, এলাকায় যাতে কেউ অপরাধ সংগঠিত করতে না পারে সে বিষয়ে সজাগ ও সচেতন করতে স্থানীয় জনগণকে বিট পুলিশিং কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে। জনগণের সহযোগিতা নিয়ে পুলিশ আইনশৃঙ্খলার উন্নয়ন ও পরিস্থিতি ভালো রাখতে সম্ভব সবধরনের ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ওসি শফিকুল ইসলাম।

পাঠকের মতামত: