আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সরেজমিনে চকরিয়া পৌরসভার প্রধান খুচরাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়। বাজারে দিনে হলুদ লাইট আর রাতে বিভিন্ন রঙের লাইট ব্যবহার করছে মাছ বিক্রেতারা।
মাছ ক্রেতারা বলছেন, দুইদিন বা এক সপ্তাহ আগের ফ্রিজের মরা মাছ বা পঁচা মাছ বিক্রির জন্য এসব বিভিন্ন রঙিন লাইট ব্যবহার করা হয়। রঙিন লাইট ব্যবহারের কারণ হলো মাছকে দেখতে সতেজ ও তাজা মনে হয়। এজন্য বার বার প্রতারণার শিকার হতে হয় ক্রেতাদের।
তবে মাছ বিক্রেতারা প্রতারণার অভিযোগ অস্বীকার করে তারা বলছেন, বাসি মাছকে তাজা দেখানোর জন্য নয়, বরং মাছের ওপর রঙিন বাল্বের আলো দেখতে সুন্দর লাগে তাই এসব বাল্ব ব্যবহার করেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন, কাঁচাবাজার মনিটরিংয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে । যেকোনো ভোক্তা প্রতারণার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাঠকের মতামত: