ঢাকা,রোববার, ১৯ জানুয়ারী ২০২৫

১৫ শতক সরকারি খাসজমি উদ্ধার 

চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি মেশিন ও পাইপ ধ্বংস করেছে প্রশাসন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলীতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে। একইসময়ে আদালত ওই এলাকার মাতামুহুরী নদী থেকে ৩৬ হাজার ঘনফুট বালু জব্দ করে নিলামের ডাক দিয়েছেন। পাশাপাশি ঘটনাস্থল থেকে অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২টি সেলো মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করে  ধ্বংস করে দিয়েছেন। আজ রোববার (১৯ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফান উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন। তিনি বলেন উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকায় কতিপয় মহলের অবৈধ দখলে থাকা ১৫ শতক সরকারি খাস জমি (খিলা শ্রেণির জমি)  অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে।
একইসঙ্গে পহরচাঁদা এলাকায় মাতামুহুরী নদী থেকে  অবৈধভাবে বালু উত্তোলনের সময় ২টি সেলো মেশিন ও বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ জব্দ করে পরে ধ্বংস করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল পহরচাঁদা এলাকা থেকে  জব্দ করা হয়েছে ৩৬ হাজার ঘনফুট বালু। এসব বালু ২০ জানুয়ারি প্রকাশ্যে নিলাম দেয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে দরপত্র আহ্বান করা হয়েছে।
তিনি বলেন,  সরকারি নীতিমালার ৬টি শর্তে পূরণের মাধ্যমে আগ্রহী সবাই বালু নিলামে অংশ নিতে পারবেন। নিলামে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

পাঠকের মতামত: