ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কিছু দিনের মধ্যেই মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে: রেজা কিবরিয়া

অনলা্ইন ডেস্ক ::   সারা দেশে শুদ্ধি অভিযানের নামে চুনোপুঁটিদের ধরা হচ্ছে, কিন্তু রাঘববোয়ালরা ধরা-ছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির দুর্নীতিবাজদের না ধরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির দুর্নীতিবাজ ও তাদের গডফাদারদের ধরতে হবে বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

আজ শুক্রবার বিকেলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এসময় তিনি বলেন, যখন হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি, বড় বড় প্রকল্পে হাজার হাজার কোটি টাকার কমিশন নিয়েছে, শেয়ার বাজারে কেলেঙ্কারি করেছে তাদেরকে ধরলে তখন মনে হবে শুদ্ধি অভিযান। এখন যা হচ্ছে তা লোক দেখানো অভিযান। তিনি বলেন, ক্যাসিনো ব্যবসা, ইয়াবা ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি; এগুলো শুধু আওয়ামী লীগেই সম্ভব। অন্য দলে এসব অবৈধ কর্মকাণ্ড করা সম্ভব নয়।

গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বর্তমানে শুদ্ধি অভিযানে দুইশ, চারশ, পাচঁশ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এটা দেশের বাজেটের তুলনায় সামান্য ব্যাপার। তারা বিগত ১১ বছরে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করে নিয়ে গেছে, এই টাকা কে উদ্ধার করবে? এই টাকাগুলো উদ্ধার করা সম্ভব হলে দেশের উন্নয়নে ভালো কিছু কাজ করা যেত।

রেজা কিবরিয়া আরো বলেন, বর্তমান সরকার ইচ্ছে করেই খালেদা জিয়াকে কারাগারে বন্দী করে রেখেছে। তারা বলেছে বিএনপি আন্দোলন করলে খালেদা জিয়াকে ছেড়ে দেবে। এতে বুঝা যায় ইচ্ছে করেই এই বৃদ্ধা মানুষটাকে আটকে রেখেছে। চিকিৎসার স্বার্থে খালেদা জিয়াকে অচিরেই মুক্তি দেওয়া প্রয়োজন।

তিনি আরো বলেন, বর্তমানে সময়ে যাই ঘটে সব কিছুতেই বিরোধী দলকে দায়ী করা হয়। সাম্প্রতিক সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত যখন সারা দেশ তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন, এটা বিরোধী দলের কাজ। এখন বাজারে পেঁয়াজের বাজারে মূল্য বৃদ্ধিতেও তারা বিএনপিকে দায়ী করতে পারে এটা অস্বাভাবিক কিছু নয়।

এক প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, বর্তমান সময়ে এ সরকারের গতিবিধি দেখেই মনে হচ্ছে পুলিশ প্রশাসন ও আইনশৃংখলা বাহিনী নির্ভর সরকার। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বলে জানিয়ে তিনি বলেন, এ সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে বলে মনে হচ্ছে না। কিছু দিনের মধ্যেই মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে।

পাঠকের মতামত: