ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কাঁদলেন অপু, বললেন শাকিব আমার সন্তানের পিতা

apuuচিত্র নায়ক শাকিব খান ও অপু বিশ্বাসের প্রেম বিয়ের গুঞ্জন বহুদিন ধরেই চলছিল। হঠাৎই লোকচক্ষুর অন্তরালে চলে যান অপু বিশ্বাস। এর মধ্যে অনেক জল ঘোলা হয়েছে। হয়েছে অনেক জল্পনা কল্পনাও। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জনসম্মুখে হাজির হলেন অপু বিশ্বাস। গতকাল ছয় মাস বয়সী ফুটফুটে পুত্র সন্তান আবরাম খান জয়কে কোলে নিয়ে হাজির হন বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে। তখন নিজের এতদিনের আড়াল থাকা এবং আড়াল ভাঙার বিস্তারিত তুলে ধরেন। একান্ত আলাপনের একপর্যায়ে কেঁদে ফেলেন তিনি। বলেন আমি শাকিবের বিবাহিত স্ত্রী। আর আবরাম শাকিবের সন্তান। এসব কথা বলার সময় তার চোখ বার বার ভিজে আসছিল জলে। অপু বলেন, ‘২০০৮ সালের ১৮ এপ্রিলে আমাদের বিয়ে হয়। তবে মিডিয়ার মানুষ বলেই বিষয়টি লুকিয়ে রাখি। শাকিবের বাসাতেই বিয়ে হয়েছে। কাজী এসেছিল শাকিবের বাড়ি গোপালগঞ্জ থেকে। তার নাম মুজিবুর। শাকিব আমি, আমার মেজো বোন, একজন প্রডিউসার মামুন ছিলেন, আমার ভাই, শাকিবের ভাই মুনীর ছিল। বিয়ের সময় নাম পরিবর্তন করে রাখা হয় অপু ইসলাম খান’। ক্যারিয়ারের কথা ভেবে পুরো বিষয়টি গোপন রাখে দুই পক্ষই। এভাবেই চলছিল তাদের দিন। কিন্তু অপু গর্ভবতী হওয়ার পর লোকচক্ষুর অন্তরালে চলে যান তিনি। হাতে থাকা একাধিক সিনেমা অসমাপ্ত রেখেই অপুর এই হারিয়ে যাওয়া। তারপর পুরো সময় জুড়ে apuঅপু সিঙ্গাপুর, ব্যাংকক, কলকাতায় একা দিন কাটিয়েছেন। এই সময় একটি বারের জন্যও শাকিব তার সঙ্গে দেখা করেননি। অপু বলেন, ‘সন্তান জন্ম দেওয়ার সময় হাসপাতালের বন্ড সই করার সময়ও কাউকে পাইনি। আমি নিজেই সই করেছি। সন্তান জন্ম নেওয়ার পরেও শাকিব দেখা করেননি। তখনো সে শুটিংয়ে ব্যস্ত। আমি সবই তার ক্যারিয়ার ও আমার সন্তানের কথা ভেবে মেনে নিয়েছি’। পাঁচ মাস আগে অপু দেশে ফিরলে শাকিব যোগাযোগ করেন। ছেলেকে দেখতে যান অপুর বাসায়। তবে তাকে কখনো বাইরে কারও সামনে আনেন না। অপু বলেন, ‘আমাকে ও আমাদের সন্তানকে স্বীকৃতি দেননি শাকিব। আমি তার জন্য কি না করেছি? আমি আমার সম্মান ও সন্তানের স্বীকৃতিটুকুই চেয়েছি। কিন্তু এতদিন ধৈর্য ধরেও তা পাইনি’। বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে অপু ও তার সন্তানের উপস্থিতির কথা চারদিকে ছড়িয়ে যায়। নিউজ টোয়েন্টিফোরে সরাসরি সম্প্রচারে অপু-শাকিবের বিয়ে ও সন্তানের খবর সোশ্যাল মিডিয়াসহ সর্বত্র ভাইরাল হয়ে পড়ে। একইদিন সন্ধ্যার পর অন্যান্য মিডিয়ার সঙ্গে নিজের বাসায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন অপু বিশ্বাস। সেখানেও প্রায় একই ধরনের বক্তব্যে নিজের অবস্থান তুলে ধরেন অপু বিশ্বাস। বাংলাদেশ প্রতিদিন

পাঠকের মতামত: