ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কমছে পেঁয়াজের দাম

peasচকরিয়া নিউজ ডেস্ক ::

মাসখানেকের মধ্যে প্রায় তিনগুণ হওয়া পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। তবে বন্যার কারণে বেড়ে যাওয়া সবজির বাজার এখনও চড়া।
কোরবানির ঈদের এক সপ্তাহ আগে ঢাকার বাজারে মসলার দামে তেমন হেরফের হয়নি। বিভিন্ন ধরনের চালের দাম রয়েছে আগের মতোই বাড়তি।
শুক্রবার ঢাকার কারওয়ানবাজার, মিরপুর-১ ও মিরপুর-২, মহাখালী, মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি কাঁচাবাজার এবং শ্যামপুর পাইকারী বাজার ঘুরে নিত্যপণ্যের এমন দাম দেখা গেছে।
প্রায় সব বাজারেই পেঁয়াজের দম কমেছে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকার মতো। মিরপুর-২ নম্বরের বড়বাগ কাঁচাবাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয় ৫০ থেকে ৫২ টাকায়, যা এক সপ্তাহ আগেও ৬০-৬৫ টাকায় বিক্রি হয়েছিল। আর ভারতীয় পেঁয়াজ এদিন বিক্রি হয় প্রতি কেজি ৩৮ থেকে ৪০ টাকায়।
গত জুলাইয়ের শেষভাগে হঠাৎ করে পেঁয়াজের দাম কেজি প্রতি ২০-২৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকার উপরে ওঠে। এক পর্যায়ে ৬৫-৭০ টাকায়ও বিক্রি হয় পাড়া-মহল্লার দোকানগুলোতে। আমদানি করা ভারতীয় পেঁয়াজের দামও সমানতালে বাড়ে।
গত দুই-তিন ধরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে বলে মিরপুর-২ নম্বরের মাহমুদ স্টোরের পরিচালক আনোয়ার হোসেন জানান।
ঢাকায় পেঁয়াজের প্রধান পাইকারি বাজার শ্যামবাজারের নগর বাণিজ্যালয়ের পরিচালক মো. আব্দুল মজিদ মিয়াও বলেন, গত দুই দিনে পেঁয়াজের দাম অনেকাংশে কমে গেছে, কোরবানি ঈদের আগে আরও কমবে।
ভারত থেকে আসা পেঁয়াজের দামও কমেছে জানিয়ে তিনি বলেন, আমদানি হওয়া পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি করছেন তারা।

 

পাঠকের মতামত: