ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচত কর্মকর্তাদের শপথ অনুষ্টান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন অনুষ্টান সম্পন্ন হয়েছে। আজ ২০ জানুয়ারী বিকাল ৪ টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান মোল্লা। জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন এ সময় জেলা ক্রীড়া সংস্থার আগামী ৪ বছরের জন্য সহ-সভাপতি হিসাবে শপথ বাক্য পাঠ করেন অধ্যক্ষ জসিম উদ্দিন,অনুপ বড়ুয়া অপু তবে এ সময় নির্বাচিত ২ জন সহ-সভাপতি আবছার উদ্দিন এবং বিজন বড়ুয়া অনুপস্থিত ছিলেন।

এছাড়া সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, যুগ্ন সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন কবির, শাহিনুল হক মার্শাল, কোষাধ্যক্ষ এ.কে.এম রাশেদ হোসাইন নান্নু, সদস্য হারুন অর রশিদ,অধ্যাপক জসিম উদ্দিন, রতন দাশ, শোয়েব ইফতেখার, পরেশ কান্তি দে, ওমর ফারুক ফরহাদ, এম আর মাহবুব,আলী রেজা তসলিম, ইসতিয়াক আহামদ জয়, আমিনুল ইসলাম, আজমল হুদা, সংরক্ষিত উপজেলা সদস্য হিসাবে নাছির উদ্দিন, আশরাফুল আজিজ সুজন, মহিলা সদস্য হিসাবে খালেদা জেসমিন, আয়েশা সিরজা শপথ বাক্য পাঠ করেন।

এতে সদস্য খোরশেদ আলম, এম জাহেদ উল্লাহ,ওসমান সরওয়ার আলম অনুপস্থিত ছিলেন।

পরে সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেন, সাধারণ ভোটাররা যে বিশ্বাস রেখে আপনাদের নির্বাচিত করেছে সেই বিশ্বাস ধরে রাখতে হবে। সব সময় ক্রীড়াঙ্গনকে ভালবেসে পবিত্র মনে কাজ করতে হবে। আমরা সবাই মিলে ক্রীড়াঙ্গনকে সাজাবো এতে জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।

পাঠকের মতামত: