ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে প্রথম ৮ বল পুল টুর্নামেন্ট শুরু হচ্ছে শুক্রবার

ক্রীড়া প্রতিবেদক:
কক্সবাজারের ইতিহাসে এই প্রথম বিজয় দিবস ৮ বল পুল টুর্নামেন্ট শুরু হচ্ছে শুক্রবার। শহরের স্বনামধন্য ক্যাফে ৭১ এন্ড স্পোর্টস জোনের আয়োজনে টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৬টি দল। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকালে থানা রোডস্থ ইভান প্লাজার ক্যাফে ৭১ এন্ড স্পোর্টস জোনে টুর্নামেন্ট অংশ নেয়া ১৬টি দলের জার্সি উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আবু তাহের আজাদ, জেলা ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম ও ক্যাফে ৭১ এন্ড স্পোর্টস জোনের কর্ণধার আশফাক আহমেদ ইভান। শুক্রবার ১৩ ডিসেম্বর বিকাল ৪টায় টুর্নামেন্টর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা রাশেদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আবদুল কুদ্দুস রানা ও জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন। এতে সভাপতিত্ব করবেন ক্যাফে ৭১ এন্ড স্পোর্টস জোনের কর্ণধার ও টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী আশফাক আহমেদ ইভান। আশফাক আহমেদ ইভান বলেন, কক্সবাজারে আর কখনও এইরকম পুল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। তরুণ প্রজন্মের কাছে পুল খেলার গুরুত্ব ও মেধা বিকাশের লক্ষ্যে মহান বিজয়ের মাসে এই আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি সকলের সহযোগিতায় প্রথম এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হবে। টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হল-বাংলা টাইগার্স, সাইকোপথ, ইন ক্যাফে ৭১, দৈনন্দিন, মিছিল রয়েলস, মিছিল ডায়নামাইটস, মিছিল ভিক্টোরিয়ানস, পুল চ্যালেঞ্জার, বারগুইন, থান্ডারস স্ট্রাইকার, ব্ল্যাক স্কোয়াড, ড্রাগন, রাইজিং ট্যালেন্ট, এম,এস ভিলিয়ার্ড, বিজয় ও লুসিপার। আগামী ১৮ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত: