ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের মানববন্ধনে বক্তরা নদীর চিরায়িত রূপে মিশে আশে মানবজাতির অস্থিত্ব

FFFFFসংবাদ বিজ্ঞপ্তি ::

সুদূর অতীত থেকেই সভ্যতার বিকাশে নদীর ভূমিকা ছিল অগ্রগণ্য। নদীকেন্দ্রিক মানুষের আর্থ-সামাজিক, সুখ-সমৃদ্ধি বহুলাংশে নির্ভরশীল নদীর সহজাত নাব্যতার ওপর। কিন্তু মানবসৃষ্ট কারণে পৃথিবীর অনেক নদীই আজ মৃতপ্রায়। নদীর চিরায়িত রূপে মিশে আশে মানবজাতির অস্থিত্ব। বাঁকখালীর তীরে রোববার ১৪ মার্চ সকালে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষ্যে বাঁকখালী বাঁচাও আন্দোলন ও বাংলাদেশ নদী পরিব্রাজক দল কক্সবাজারে জেলা শাখার যৌথ উদ্যোগে মানববন্ধনে উপস্থিত বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বাঁকখালী বাঁচাও আন্দোলনের সভাপতি সরওয়ার আলম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শামস্ এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা আরও বলেন, মানবজাতির অস্তিত্বের সাথে মিশে থাকা নদী রক্ষায় নদীর প্রতি আমাদের দায়বদ্ধতা স্মরণ করিয়ে দিতেই প্রতিবছর ১৪ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস বা ইন্টারন্যাশনাল ডে অব অ্যাকশন ফর রিভারস। ১৯৯৭ সালের মার্চে ব্রাজিলের কুরিতিবা শহরে অনুষ্ঠিত হওয়া একটি আন্তর্জাতিক সমাবেশ থেকে ‘আন্তর্জাতিক নদীকৃত্য দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রাজিলের সেই সমাবেশে ২০টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। মূলত বিভিন্ন দেশে বাঁধের বিরূপ প্রতিক্রিয়ার শিকার জনগোষ্ঠীর প্রতিনিধিরা সেই সমাবেশে নিজেদের সংকট সমাধানের উপায় খুঁজতে একত্রিত হয়েছিলেন। তাইওয়ান, ব্রাজিল, চিলি, লেসেথো, আর্জেন্টিনা, থাইল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রসহ আরও কিছু সুদূর অতীত থেকেই সভ্যতার বিকাশে নদীর ভূমিকা ছিল অগ্রগণ্য।

 বক্তব্য রাখেন,বাংলাদেশ নদী পরিব্রাজক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসলাম মাহমুদ, বাঁকখালী বাচাঁও আন্দোলনের সহ সভাপতি আজাদ মনসুর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নয়ন, নদী প্ররিব্রাজক দল কক্সবাজারের সভাপতি আব্দুল আলীম নোবেল, সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ শাকিল, সহ সভাপতি শাহেদ মিজান, আজিজ রাসেল, রাশেদুল আরফাত, সাধারণ সম্পাদক মিনার হাসান, যুগ্ন সম্পাদক মনসুর আলম, কামাল উদ্দীন, মুস্তফা কামাল উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে দেশের নানা স্থানে নদী কেন্দ্রীক বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

পাঠকের মতামত: