ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

কক্সবাজারের ইজতেমা অনুষ্ঠিত হবে ৭, ৮, ৯ নভেম্বর

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক ::   কক্সবাজারের ইজতেমা আগামী ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ বশত: তা পেছানো হয়েছে। পিছিয়ে তা অনুষ্ঠিত হবে আগামী আগামী ৭,৮,৯ নভেম্বর। কক্সবাজারের জেলা তাবলীগ জামায়াতের মুরুব্বী, ইজতেমার প্রধান মুফ্তি মুর্শিদুল আলম এই তথ্য জানান।

তিনি জানান , প্রতি বছরের মতো এই বছরও তাবলীগ জামাতের কক্সবাজার জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে এই নতুন তারিখ নির্ধারন করা হয়েছে। নতুন নির্ধারিত তারিখে ইজেমার জন্য প্রশাসনিক অনুমোদন দিয়েছেন।
এবারের ইজতেমায় কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চল থেকে তাবলীগ জামাতের মুরুব্বি, আলেম-ওলামা ও সাথীদের তত্ত্বাবধানে লক্ষ লক্ষ মুসল্লির সমাবেশ হবে বলে জানিয়েছেন প্রধান আমির।

তাবলীগ জামাতের প্রাণ কেন্দ্র ঢাকা কাকরাইলের মুরুব্বী সহ কক্সবাজার তাবলীগ জামাতের মুরুব্বীরা ইজতেমায় বয়ান করবেন। তিনি সকলের দিনের দায়িত্ব নিয়ে আসার তৌফিক দান করুণ।আমিন।

পাঠকের মতামত: