ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

এম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, আহত ৪ হাসান আকবর

নিউজ ডেস্ক :: আনোয়ারায় একটি এম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজনের ‍মৃত্যু হয়েছে। এম্বুলেন্সে থাকা এক পুরুষের মরদেহ ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন বাঁশখালীর ছনুয়ার সাম্বলী পাড়ার খলিলুর রহমানের পুত্র মফিজুর রহমান (৭০), মফিজুর রহমানের পুত্র কামাল হোসেনের স্ত্রী জয়নাব বেগম (২৮) ও কাতেবী পাড়ার সাহাব উদ্দিনের স্ত্রী বুলবুল আক্তার।
মফিজুর রহমান অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে নিয়ে আসা হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ার পর তাকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।
একই দুর্ঘটনায় আরও চারজন আহত হওয়ার খবর পেয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার চাতরী-চৌমুহনী বাজারের অদূরে শশী কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
ওসি দুলাল বলেন, ‘চট্টগ্রাম নগরী থেকে এম্বুলেন্সে এক অসুস্থ ব্যক্তিকে নিয়ে আনোয়ারায় ফিরছিলেন কয়েকজন। চাতরী বাজারের উত্তরে আসার পর আকস্মিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেলে পুরো গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। সেখানেই তাদের মৃতদেহ পাওয়া যায়।’
দু’জনের মরদেহ ছিন্নভিন্ন হয়ে গেছে বলে জানিয়ে ওসি বলেন, ‘আরও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’
তিনি বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।’আহতদের মধ্যে নিজাম উদ্দীন এবং সাহাব উদ্দিনের নাম জানিয়েছে স্থানীয়রা।

পাঠকের মতামত: