ঢাকা,শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

একার পক্ষে তামাক নিয়ন্ত্রণ অসম্ভব -স্বাস্থ্যমন্ত্রী

2016_02_18_22_37_57_uZ1S5qUm3RiijUX4cM7319uZ86XojB_originalঢাকা : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘তামাক নিয়ন্ত্রণ আইনের পূর্ণবাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে এ আইনের পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়।’

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোবাকো বা তামাক বিরোধী জোট আয়োজিত ‘তামাকজনিত মৃত্যু রোধে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, ‘আপনারা শুধু আমাকে ডাকলেই তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন হবে না। এ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী সবাইকে ডাকেন। তবেই তামাক নিয়ন্ত্রণ সম্ভব হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে এটি সম্ভব নয়। সব মন্ত্রণালয় একসঙ্গে বসে সিদ্ধান্ত নিলে আইনটির বাস্তবায়ন সহজ হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমিও চাই- তামাক নিয়ন্ত্রণ হোক; কারণ তামাকের বিষক্রিয়ায় আমাদের রোগী বেড়ে যাচ্ছে। যেকোন বিষয় রাষ্ট্র বা সরকারের একার পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হয় না- যদি সমাজ এগিয়ে না আসে। তামাক নিয়ন্ত্রণে পরিবার, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রতিটি প্রতিষ্ঠান ও মানুষকে এগিয়ে আসতে হবে।’

আলোচনা সভায় সাংসদ থেকে শুরু করে সংশ্লিষ্ট ডাক্তারসহ দেশে তামাকের বিরুদ্ধে কাজ করছেন এমন একাধিক সংগঠন অংশ নেয়।

পাঠকের মতামত: