ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে শিক্ষার্থী

অনলাইন ডেস্ক ::
পরীক্ষার উত্তরপত্রে ‘মন ভালো নেই’ কথাটি লিখে বিভাগীয় তদন্তের মুখে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের এক শিক্ষার্থীর ওই অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পৃষ্ঠার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর উত্তর লেখার অংশে ‘স্যার আজকে আমার মন ভালো নেই’ লেখা রয়েছে। খবর বিডিনিউজের।

উত্তরপত্রটি কোনো পরীক্ষার অংশ না হলেও এর বাম পাশে লাল কালিতে শূন্য নম্বর দিয়ে ‘বাতিল’ লিখে দেওয়া হয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া এ ছবি শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও হাস্যরস সৃষ্টি করলে প্রশাসন তৎপর হয়।

বিভাগের তলব পেয়ে ওই শিক্ষার্থী বলেন, মজা করে করা এই ঘটনা যে এতদূর যাবে, তা তিনি ভাবতে পারেননি। তিনি বলেন, একটা অতিরিক্ত কাগজে মজা করে লিখেছিলাম। কিন্তু এতটা ছড়িয়ে পড়বে, আমি ভাবিনি। স্যাররাও ডেকেছেন আমাকে এ নিয়ে। আমি ক্ষমা চেয়েছি, কী হবে বুঝতেছি না।

ঘটনার জন্য শিক্ষকদের কাছে এই শিক্ষার্থী ভুল স্বীকার করে নেন বলে জানিয়েছেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মমিন উদ্দীন। তিনি বলেন, এই শিক্ষার্থী অতিরিক্ত উত্তরপত্রটি কীভাবে সংগ্রহ করেছে, তা তারা জানার চেষ্টা করছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে, তার সাথে কথাও হয়েছে। তাকে আমরা রোববার ডেকেছি। তারপর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পাঠকের মতামত: