ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

ঈদগাঁও বাজারে নির্বাচনে মুক্ত সংলাপে পাল্টে দিল ভোটের চিত্র

এম আবুহেনা সাগর, নিজন্ব প্রতিবেদক ::  দীর্ঘ ১৫ বছর পর দক্ষিন চট্রলার বৃহৎ বানিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ব্যতিক্রমী আয়োজন প্রার্থীদের মুক্ত সংলাপ অনুষ্টানে ভোটের চিত্র পাল্টে দিল। এই অনুষ্টানে শত শত ব্যবসায়ীদের সামনে স্পষ্টভাবে ফুটে উঠেছে যে,ঈদগাঁও বাজার কমিটির নির্বাচনে প্রার্থী দের যোগ্যতা,দক্ষতা,আন্তরিকতার পরীক্ষা,সমস্যা সমাধানও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নিজেদের চিন্তাভাবনার উপস্থাপনা,নেতৃত্বের গুনাবলী এবং গ্রহনযোগ্য ব্যাক্তিত্বের প্রকাশসহ ভোটারদের দৃষ্টি আকর্ষনও অন্তরে স্থান করে নেয়া। এসব বিষয়ে চলছে কথাবার্তা।
এ নির্বাচনে কারাই হচ্ছেন বাজারের কর্ণধার, এনিয়ে সর্বত্রই চলছে আলোচনার ঝড়। উৎসবমুখর পরিবেশে নির্বাচনকে সামনে রেখে পুরো বাজারের অলিগলি,দোকান পাঠে নির্বাচনী খোশগল্পে মাতো য়ারা হয়ে পড়েন ব্যবসায়ী ভোটার,প্রার্থীসহ শুভাকাংখীজনরা। শেষ মুহুর্তে পাল্টে গেল ভোটের চিত্র। সামাজিক সংগঠন মিডল কক্স ইউনাইটেড কতৃক আয়োজিত মুক্ত সংলাপে সব প্রার্থীরা এক মঞ্চে এসে বাজার কেন্দ্রীক উন্নয়নের শপথে ঐক্যবদ্ব হন। শপথ বাক্য পাঠ করান কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ। পাশাপাশি কদর বেড়েছে ভোটারদের। সকাল থেকে রাত অবধি পর্যন্ত প্রার্থীরা ব্যবসায়ীদের কাছে ধর্ণা দিচ্ছে ভোটের আশায়। চলছে নির্বাচনী আলাপ আলোচনা। থেমে নেই প্রার্থীদের গনসংযোগ আর হরদম প্রচারনা। এ নির্বাচনে শুধু ভোটের আশায় হরেক রকম কৌশল অবলম্বন করে বিভিন্ন পদের প্রার্থীরা।
২৩ ফ্রেরুয়ারী বাজার ঘুরে দেখা যায়,ঈদগাঁও বাজারের নির্বাচনী এলাকার অলিগলিতে গনসংযোগে মাধ্যমে চষে বেড়াচ্ছেন সভাপতি সাধারন সম্পাদকসহ অন্য পদের প্রার্থীরা। চায়ের আড্ডায় পছন্দের প্রার্থীদের জিতিয়ে দিতে ভুুুল করছেনা ভোটারের। দোকানপাঠে কজন মিলে চলে নির্বাচনী খোশগল্প। কারা হচ্ছেন ঈদগাঁও বাজার পরিচালনা কমিটির কর্ণধান। এমন প্রশ্নে ঘোরপাক খাচ্ছে সচেতন ব্যবসায়ীসহ বৃহত্তর ঈদগাঁওবাসীর মাঝে। বাজার কমিটির নির্বাচনে নানা পদে সুপরিচিত ব্যক্তি,স্বনামধন্য পরিবারের সন্তানসহ আত্বীয় স্বজনরা নির্বাচনে অংশ নেন। ভোটের মাঠে হারজিত বলে কথা। এবারের নির্বাচনে প্রবীনের চেয়ে নবীনের প্রার্থী সংখ্যা একটু বেশি। বাজারের নির্বাচনে যোগ্য,ব্যবসায়ী বান্ধব আর উন্নয়নমুখী দক্ষ ব্যক্তিদের অপেক্ষায় প্রহর গুনছে ভোটারসহ বৃহত্তর ঈদগাঁওবাসী।

পাঠকের মতামত: