ডেস্ক রিপোর্ট ::
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি বাসস্টেশন থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিন আনসার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুলাই) ভোররাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা।
গ্রেফতার তিন আনসার সদস্যরা হলেন-আজিজুর রহমান, মো. নুরুল ইসলাম ও মো. জসিম উদ্দিন। তিনজনই কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা।
নুরেআলম মিনা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিন আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা অঙ্গীভূত আনসার সদস্য। দুইজন আপাতত কোথাও চাকরি করেন না। একজন একটি ব্যাংকের শাখায় দায়িত্ব পালন করেন।
পুলিশ সুপার জানান, তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছিলেন। কক্সবাজার থেকে সীতাকুণ্ডে পৌঁছে তারা নেমে যান। ভাটিয়ারি বাসস্টেশন থেকে অন্য বাসে চড়ে ঢাকা যাওয়ার কথা ছিলো তাদের। এসময় তাদের গ্রেফতার করা হয়।
পাঠকের মতামত: