ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

চকরিয়া পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী

আলমগীর চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্ভোধন

চকরিয়া পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্ভোধন করছেন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরী তথা নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্ভোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৯ মার্চ) বাদে জুমা উপজেলা পরিষদ সড়কের চকরিয়া উপজেলা আওয়ামীলীগের পুরাতন অফিসের পাশের ভবনে মেয়রপ্রার্থী আলমগীর চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্ভোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পরবর্তী বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর সবার মাঝে মিষ্টি বিতরন শেষে ফিতা কেটে প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়।

চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেকান্দর বাদশা নাগু সওদাগর এর সভাপতিত্বে ও চবকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দীন কছির এর পরিচালনায় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দীন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি-সরওয়ার আলম, আওয়ামীলীগ নেতা আলহাজ সেলিম উল্লাহ্, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ছৈয়দ আলম কমিশনার, এমআর চৌধুরী, যুগ্ন সম্পাদক জামাল উদ্দীন জয়নাল, ত্রাণ সম্পাদক শফিউল আলম বাহার, চকরিয়া পৌসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,আতিক উদ্দীন চৌধুরী , সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দীন মানিক, আমান উল্লাহ আমান ,আবু তালেব, নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাসেল, স্বাস্থ্য সম্পাদক ডাঃ আসাদুল হক, ডাঃ রুস্তম আলী, কন্টাকটার মিজানুর রহমান, আবুল কালাম, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কাউন্সিলর প্রার্থী মুজিবুল হক মুজিব, চকরিয়া পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী আজিজুল ইসলাম সোহেল, চকরিয়া পৌরসভার ১নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী এম.নুরুস শফি, ২ নং ওয়ার্ড সভাপতি নাজেম উদ্দিন ভূট্রো, সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী নুরুল আবছার বাদশা, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ছফুর আলম, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ ইছহাক, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জমির উদ্দীন মেম্বার, কাউন্সিলর প্রার্থী ফোরকানুল ইসলাম তিতু, ৬নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম সওঃ, সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদিন, ৭নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, ৮নং ওয়ার্ড সভাপতি কাউন্সিলর প্রার্থী আহম্মদ রেজা, ৯নং ওয়ার্ড সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী বেলাল উদ্দীন, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দীন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, রেফায়েত সিকদার, সাইদুল করিম, মাষ্টার ফজলে সোহাগ, এহেছান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাঃ সম্পদক আরহান মাহামুদ রুবেল, উপজেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক আকিত হোসেন, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ। এছাড়াও পৌরসভার নির্বাচনে বিভিন্ন ওর্য়াড়ের সম্মানিত কাউন্সিলার প্রার্থী এবং বর্তমান কাউন্সিলর, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পাঠকের মতামত: