ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

আওয়ামী লীগ সব দল নিয়ে নির্বাচন করতে চায়: নাসিম

nasimবিশেষ প্রতিনিধি :::

আওয়ামী লীগ সব দলকে নিয়ে নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‍“সাহস থাকলে ২০১৯ সালের জন্য প্রস্তুতি নিন।”
শনিবার বিকেল ৫টায় সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সাত কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করেন।
পরে স্থানীয় বিএডিসি মাঠে উপজেলা আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখেন দলের এ কেন্দ্রীয় নেতা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আছাব উদ্দিন সর্দারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অথিতির বক্তব্য রাখেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-মহাপরিচালক ডাঃ ইতেশামুল হক চৌধুরী, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল হাকিম প্রমুখ।

পাঠকের মতামত: